ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে হরিজনদের দেখার কেউ নেই

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মানবেতর জীবনযাপন করছেন হরিজন সম্প্রদায়ের লোকজন। এদের যেন দেখার কেউ নেই। বীরগঞ্জ পৌরশহরের নদীর পাড়ে নোংরা পরিবেশে বাস করছেন তাঁরা। সব মিলিয়ে হরিজন সম্প্রদায়ের ১৪ থেকে ১৫ টি পরিবারের প্রায় ১০০ জন মানুষ। সবাই রাস্তাঘাট, বাড়িঘর, ওয়াশরুম, পরিস্কার করে জীবিকা নির্বাহ করেন। ছবিলাল, দিলিপ সহ ওই সম্প্রদায়ের অনেকে বলেন, আমরা সমাজে অবহেলিত। আমাদের দেখা কেউ নেই। আমরাও এ পৌরসভার ভোটার ও বাসিন্দা। নিজেদের জায়গা জমি নেই। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০২১ সালের পর বাংলাদেশে কোনো গৃহহীন, ভূমিহীন কেউ থাকবে না। অনেকে পাকা ঘর পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না।স্থানীয় কাউন্সিলর মুক্তার হোসেন জানান, মেথর, সুইপার, ঝাড়ুদার নাম পাল্টিয়ে ১৯৪১ সালে এদের নামকরণ করা হয় হরিজন। বৈষম্য দূর করে তাঁদের মূলধারার জাতিস্বত্ত্বায় নেওয়া হয়। ওদের দাবি, একটি হরিজন পল্লি তৈরি করা হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল কাদের বলেন, হরিজনরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পেছনে ফেলে আগানো যাবে না। ওদেরও পুর্নবাসিত করা হবে। বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেন, সরকার ছিন্নমূল, ভূমিহীন, গৃহহীনদের ঘর দিচ্ছে। ভিক্ষুক পুর্নবাসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্যোন্নয়ন, আদিবাসীদের উন্নয়ন করছে। সেদিক থেকে হরিজনেরা পিছিয়ে রয়েছে। তাঁদের পুনর্বাসন করা অতি জরুরি।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |