বীরগঞ্জে ১৭১ বিধবার মাঝে ১৬ লক্ষ ৭৫ হাজার ৮শ’ টাকা বিতরন


মো.নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ১৭১ বিধবার মাঝে ১৬ লক্ষ ৭৫ হাজার ৮শ’ টাকা বিতরন করা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট (সিআরডি) ও উম্মা ওয়েল কেয়ার ট্রাস্ট (ইউকে)’র আর্থিক সহযোগিতায় শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, মোহনপুর, মরিচা ইউনিয়ন সমুহে প্রত্যেক বিধবার মাঝে ৯ হাজার ৮শ’ টাকা হারে ১৭১ জন বিধবাকে ১৬ লক্ষ ৭৫ হাজার ৮শ’ টাকা বিতরন করেন।
মরিচা ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. খলিলুর রহমান, উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও কাহারোল ইউএনও মো. নাসিম আহমেদ, ওসি আবু আক্কাছ আহ্মদ ও মো. আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ হাসান ও আব্দুল মুন্নাফ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা ও ভোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বদিউজ্জামান পান্না ও অন্যরা উপস্থিত ছিলেন। একই দিনে এলজিইডি’র বাস্তবায়নে তারাগঞ্জ ঘাট ব্রীজ ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন’র উদ্বোধন করেন। উত্তর মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। তিনি উপজেলার ডাবোর ইউনিয়নে শ্রী শ্রী সিংড়া কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন’র উদ্বোধন করেন