বীরগঞ্জে ৫০ বছরের ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক বোরো ধানের চারা রোপন


নজরুল ইসলাম খান বুলু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে গত মঙ্গলবার দুপুরে ৫০ বছরের ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক বোরো ধানের চারা রোপন করায় ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে কামাল হোসেন জানান, বাপ-দাদার আমল থেকে ৫০ বছরের ভোগ দখলীয় দশমিক ২৭ একর জমি একই গ্রামের বাদশা গোয়াল জোর পূর্বক ২০/২২জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর সহযোগিতায় আমন ধানের চারা রোপন করেছে।উল্লেখিত ঘটনায় জোবর দখলকারী বাদশা শেখ, আব্দুল মজিদ, হামিদুল ইসলাম, আক্কাস আলী, জামাল শেখ, রাজু মিয়া, সারোয়ার হোসেন, তোতা মিয়া, মোঃ সেলিমসহ ১০জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।