ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা আ.লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত তালিকা চূড়ান্ত করা হয়েছে। পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে প্রস্তাবিত এ কমিটি গঠন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার। যা অনুমোদনের জন্য সম্প্রতি জেলাতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবিত এ পূর্ণাঙ্গ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জানান, কমিটির অধিকাংশ জনেই সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাসিরুল হক রুস্তমের পরিবারের সদস্য ও নিকটতম আত্মীয়, যা নজিরবিহীন। এছাড়াও চিহ্নিত রাজাকারের ভাতিজা, দলের বিদ্রোহী, বহিষ্কৃত ও মাদক সহ বেশ কয়েকটি মামলার আসামিরাও এ তালিকায় নাম রয়েছে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্য, অপরিচিত, অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে এই প্রস্তাবিত তালিকা গঠন করা হয়েছে।
প্রাধান্য দেওয়া হয়েছে পরিবারতন্ত্র। নেতাকর্মীরা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নিদর্শনা অনুযায়ী একজন ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে না। কিন্তু দেখা গেছে প্রস্তাবিত তালিকায় অনেকেই ইউনিয়ন কমিটি সহ অন্য সহযোগী সংগঠনে পদ থাকার পরেও এখানে তাদেরকে পদ দেওয়া হয়েছে। এমনি কি জীবনে আওয়ামী লীগ করেননি, মিটিং মিছিলে না থাকার মানুষ ছাড়াও কোনো কমিটিতে নেই এমন লোকও আত্মপ্রকাশ ঘটেছে প্রস্তাবিত এই কমিটিতে। আশ্চর্যের বিষয় হচ্ছে মরিচা ইউনিয়নের শান্তি কমিটির সভাপতি চিহ্নিত রাজাকার মকিম উদ্দিন সরকারের ভাতিজা তোজাম্মেল হোসেন সরকার রিমনের নামও সদস্য পদে রয়েছে। এছাড়াও এ তালিকায় বাবা হয়েছেন সহ-সভাপতি ও ছেলে দপ্তর সম্পাদক। হিন্দুধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ হচ্ছে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দল। হিন্দুধর্মাবলম্বীরা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত। অথচ সেতাবগঞ্জ রোড বলাকামোড়ের আশেপাশে বসবাসকারি অপরিচিত ও অরাজনৈতিক নগন্য সংখ্যক সভাপতি জাকার কাছের লোকজনদের রাখা হয়েছে। যা খুবই দুঃখজনক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী নেত্রীরা জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্রে শতকরা ৩০ ভাগ নারী সদস্য অন্তর্ভুক্ত করার নিয়ম থাকলেও প্রস্তাবিত তালিকায় মাত্র ২ জন নারী স্থান পেয়েছেন।উপজেলার একাধিক প্রবীন ও ত্যাগী আওয়ামীলীগ নেতারা বলেন, কমিটি হয়েছে একেবারেই পারিবারিক। ত্যাগী নেতা, মুজিব আদর্শ লালনকারী ও যার সামাজিক গ্রহণযোগ্যতা আছে এমন অনেক পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ইচ্ছামতো তালিকা করেছেন উপজেলা সভাপতি-সম্পাদক। পরিবার কেন্দ্রিক এ কমিটি অনুমোদন হলে প্রকৃত ত্যাগী নেতারা বঞ্চিত সহ আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনের উপর ব্যাপক হারে প্রভাব পড়বে। যা বাংলাদেশ আওয়ামীলীগের জন্য ক্ষতিকর। তিনি আরো জানান, এ প্রস্তাবিত কমিটি থেকেই পরিস্কার বোঝা যায়, এরা যদি এলাকায় কোনসময় জনপ্রতিনিধি হয়! তাহলে অসহায় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটির মতই নিজেরাই পরিবারের মধ্যে ভাগাভাগি করে নিবে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |