বুড়িমারীতে অজ্ঞাত কারণে শ্রমিকের মৃত্যু


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট। লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের বাঁশকল এলাকায় অজ্ঞাতকারণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম বেলালুর রহমান (২৭)। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার নেউতিগাছা এলাকার মৃত সবেদ আলীর ছেলে। থানা পুলিশ জানায়, গত কয়েকদিন আগে বাঁশকল এলাকায় জবেদুল ইসলামের কাঠ ফার্নিচারের দোকানে আসে এ শ্রমিক। এখানে কাঠের আসবাপত্রে রংয়ের কাজ করতো। পাশাপাশি সামির আলীর ছোট আবাসিক হোটেলে রাত্রিযাপন করতো। শনিবার দিবাগত রাতে ঘুম হতে উঠে গ্যাস্ট্রিকের ট্যাবলেট/বড়ি হোটেলের মালিক সামির আলীর কাছে চায় বেলালুর। ট্যাবলেট না থাকায় পাশের টিউবওয়েলে পানি পান করে ও হোটেলের সামনে বসে থাকে। পরে সকালের দিকে মৃত অবস্থায় বেলালুরের লাশ পরে থাকতে দেখে পাটগ্রাম থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে রোববার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। পরবর্তীতে বেলালুরের জাতীয় পরিচয়পত্র ও মোবাইলে থাকা পরিবারের নম্বরের সাথে যোগাযোগ করে ঠিকানা শনাক্ত করা হয়। এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সাথে কথা বলা হয়েছে, উনারা আসছেন। লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট দেওয়া হবে।’