বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সোমবার সকালের দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারী কলেজ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাসুদ অরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিœিেপর সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
পরে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ এর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সগক প্রদক্ষিন করে। মিছিলে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা অংশ নেন।