বেশকিছু সুদানি সেনা নিহত ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায়


আর্ন্তজাতিক ডেস্ক: ইয়েমেনে বিদ্রোহী হুতি বাহিনীর অতর্কিত হামলায় সরকারের পক্ষে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন বাহিনীতে থাকা বেশ কয়েকজন সুদানি সেনা নিহত হয়েছে। শনিবার দেশটির সেনা বাহিনী ও বিদ্রোহী সূত্রে একথা বলা হয়েছে। খবর এএফপি’র।
সেনা বাহিনী সূত্রে বলা হয়, গত শুক্রবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলের হাজ্জা প্রদেশে সুদানি সেনা সদস্যদের বহনকারী গাড়ির ওপর হামলা চালায়। এ হামলায় বেশকিছু সুদানি সেনা নিহত হয়। গত ২০১৫ সাল থেকে সুদানি সেনারা সৌদি জোটভুক্ত হয়ে ইয়েমেনে যুদ্ধ করার পর থেকে এটাই তাদের ওপর সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।
বার্তা সংস্থা এএফপি জানায়, সুদানি সেনা সদস্যদের বহনকারী গড়ির বহরটি বিদ্রোহী হুতি গ্রুপের পাতানো ফাঁদে পা দেয়। যার কারণে হতাহতের এই ঘটনা ঘটে। হুতি বিদ্রোহীদের ওয়েবসাইট আল-মাসরাহতে দাবি করা হয়, ‘তাদের হাতে ডজন খানেক সুদানি সেনা সদস্য নিহত ও তাদের বহনকারী গাড়ি ধ্বংস হয়েছে।’ এদিকে এ বিষয়ে সুদান সরকারের পক্ষে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। এএফপি।