বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সমাবেশ

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ : ৩য় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিনিধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জে এম দাউদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ছাদিকুর রহমান রুবেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি অলোক মিত্র, সাধারণ সম্পাদক চাঁদ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শফি সামাদসহ খুলনা বিভাগের ৯ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তাঁর ঘোষণা অনুযায়ী তাঁদের বিদ্যালয়গুলো শর্ত পূরণ করলেও জাতীয়করণ করা হয়নি। তাঁদের হিসাবে এ ধরনের বিদ্যালয় আছে ৪ হাজার ১৫৯টি। এগুলোতে শিক্ষক আছেন ১৬ হাজার ৩৩৬ জন। তিনি আরও বলেন, বেতন না পাওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। এর আগেও তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।