ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বৈশাখী আয়োজনে জয়া

বিনোদন: পহেলা বৈশাখ উদযাপনে জয়া আহসানের বাড়িতে থাকবে খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন। পান্তা ইলিশের পাশাপাশি নানা পদের রান্না হবে-এমনটিই জানালেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে জয়া বলেন, সে দিন আমিই পান্তাভাত মাখি। আমার হাতের পান্তাভাত খেতে বাড়ির সবাই খুব পছন্দ করেন। এর সঙ্গে ডিম ভাজা, বেগুন ভর্তা, শুঁটকি ভর্তা থাকে। সাধারণত শুকনো লঙ্কা দিয়ে পদগুলো তৈরি হয়।
আর থাকে বিভিন্ন রকম বাটা। সর্ষে বাটা, পোস্ত বাটা, কালো জিরে বাটা, শাক বাটা। এদিকে কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমের বৈশাখী ফটোশুটে অংশ নেন জয়া। সেখানে তাকে পাওয়া যায় নতুন মেজাজে। বর্তমানে ঢাকা-কলকাতার একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত আছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। অন্যদিকে সমপ্রতি প্রকাশ হয়েছে তার নতুন ছবি ‘দেবী’র প্রথম পোস্টার। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে আলোচিত ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। মঙ্গলবার রাতে প্রকাশ হয়েছে ছবিটির প্রথম ঝলক। সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘দেবী’। এই ছবির সহ-প্রযোজক জয়া আহসান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |