বোদায় আইনগত সহায়তা বিষয়ে উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে আইনগত সহায়তা বিষয়ে উপজেলা পর্যায়ে এক সেমিনার রবিবার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত প্রমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের সহযোগীতায় উপজেলা আইন সহায়তা প্রদান কমিটি এই সেমিনারের আয়োজন করেন। সেমিনারে জাতীয় আইন সহায়তা দিবস এর তাৎপর্য ও আইন সহায়তা প্রদান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ফারুক আলম টবির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যানের মধ্যে জেলা লিগ্যাল এইড এডভাইজার ও সিনিয়র সহকারী জজ সাবরিনা আলম, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার,ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মহিলা ভাইস চেযারম্যান লক্ষি রাণী বর্মন,আরডিআরএস এর প্রজেক্ট ম্যানেজার আবু নুর মো.খালিদ বক্তব্য রাখেন। সেমিনারে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।