বোদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন কার্যাক্রম চালু করা হয়েছে। আজ সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিভিল সার্জন হিসিবে যোগদানের পর আধুনিক সদর হাসপাতাল সহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন সহ বিভিন্ন অপারেশন চালু করেন তিনি। সরকারী হাসপাতালে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন চালু হওয়ায় জেলার নি¤œ আয়ের মানুষ এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম, ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হাসান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগন প্রমুখ।
স্থানীয়রা জানান, অন্তস্বত্তা মায়ের জরুরী সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হলে প্রাইভেট ক্লিনিকে যাওয়া ছাড়া উপায় ছিলো না। যা গরীর ও অসহায় মানুষের জন্য অতিরিক্ত অর্থ ব্যায় হতো। সরকারী হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় গরীব মানুষ এই হাসপাতালেই সেবা গ্রহন করতে পারবে।
জেলা সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী জানান, আমি পঞ্চগড়ে যোগদানের পর দেখতে পাই যে, সরকারী হাসপাতালে কোন প্রকার অপারেশন করার ব্যবস্থা নাই। এতে করে সাধারণ গরীব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আমার প্রচেষ্টায় জেলার সকল হাসপাতালে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করার উদ্যোগ নিয়েছি। গরীব ও অসহায় মানুষের অপারেশন এখন থেকে সরকারী হাসপাতালেই সম্পন্ন করা হবে।