বোদায় ছুটিতে এসে ইউপি সদস্যকে পেটালেন সেনাসদস্য


রাশেদুজ্জামান বাবু বোদা(পঞ্চগড়) প্রতিবেদকঃ-ঈদের ছুটিতে এসে বিরোধীয় জমির মিমাংসার স্থানে দুই ইউপি সদস্যকে পিটিয়ে আহত করলেন এক শফিকুল ইসলাম নামের এক সেনা সদস্য। সেই সেনাস দস্য চাকুরী করেন ঢাকায় আরমি প্রধান কার্যালয়ে। এ ব্যাপারে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের ৩নং ওর্য়াড সদস্য বেলাল হোসেন বাদী হয়ে শফিকুল আরমি সহ আরো ৩ জন বোদা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেনা সদস্য শফিকুল ইসলামের বাড়ি বোদা উপজেলার ২ নং ময়দানদিঘী ইউনিয়নের আরাজী গাইঘাটা গ্রামে। সে ঔই এলাকার কৃষকলীগ নেতা ওমরআলী মাষ্টারে ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়,গত ২৮ জুন দুপুরে সরকারী রাস্তার মাটি কাটতে বাধাঁ প্রদান করেন সংশ্লিষ্ট ওর্য়াডের ইউপি সদস্য। সে সময় সেনা সদস্য পরিচয় দিয়ে উক্ত ইউপি সদস্যকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন তিনি সহতাঁর পরিবারের সদস্যরা। পরে কথানাবাড়িয়ে ইউপি সদস্য সেখান থেকে চলে এসে স্থানীয় চেয়ারম্যান আব্দুল জব্বারকে জানালে গত ৩০ জুন উভয় পক্ষকে মিমাংসার জন্য পরিষদে ডাকেন। মিমাংসাকার্যক্রম চলাকালে শরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বেলাল হোসেন সহ আরেক ইউপি সদস্যের উপর হামলা চালায়। এসময় মাথা মুখে হাতে আঘাত হয়। থামাতে গিয়ে চেয়ারম্যানের ধাক্কা লাগে। তাৎক্ষনিক বিষয়টি লোক মূখে জানাজানি হলে চেয়ারম্যান ও মেম্বারের শুভাকাঙ্খিরা পরিষদে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যান তাঁদের ৪ জনকে ১ টি কক্ষে আটকে রাখেন। পরিস্থিতি আরো জটিল হলে থানায় খবর দেন। পরে ওসিসহ আরো ১০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪ জনতে থানায় নিয়ে আসেন। থানায় ১৮ ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও উদ্ধাকৃতদের থানার বাইরে বিভিন্ন স্থানে হাটাচলা করতে দেখা যায়।পরে পুলিশের জিম্মায় থাকা অবস্থায় বাইরে চলাচলা করা অনেকে এনিয়ে কথা আইনের অপব্যবহার নিয়ে কথাবলতেও শুনা যায়। এর বাইরেও পুলিশের পাহারা ছাড়াও তাঁদের হাটবাজার ও হাসপাতালে আসতে যেতে দেখা যায়। পরে অবশ্য বেলাল হোসেন বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
উপরোক্ত বিষয়ে শফিকুল ইসলাম জানান, আমার উপরে হামলা করা হয়। আমি নিজেকে সেভ করার জন্য হয়তো এসময় কারো গায়ে আঘাত হতে পারে। তবে পরিষদে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর নির্মম আঘাত করা হয়েছে। আমরাও হাসপাতালে ভর্তি ছিলাম। তবে মিমাংসার জন্য চেণ্টা চলছে।
ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আব্দুল জব্বার জানান,ইউপি সদস্যদের উপর হামলায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় রায় জানান, অভিযোগ দিয়েছে তবে তাঁরা মিমাংসার চেষ্টা করছে। মিমাংসা না হলে অভিযোগটি মামলা হিসেবে গন্য হবে।তবে থানা এসে বাইরে চলা ফেরার বিষয় তিনি কোনে মন্তব্য করেননি।