বোদায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের বোদায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি যুব র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সফলতা, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ -উন-নবী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।