বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন


বোদা পঞ্চগড় প্রতিনিধি : বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ উদ্বোধন করা হয়েছে। বোদা পাথরাজ সরকারী কলেজ মাঠে গতকাল বিকালে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোখলেছার রহমান জিল্লুর,চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তানু, মোফাজ্জল হোসেন বিপুল, মাহমুদুল হাসান বাবু প্রমুখ। উদ্বোধনী খেলায় চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে ঝলই শালশিরি ইউনিয়ন দল।