বোদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী সারা দেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় বিভিন্ন কর্মসুচির মধ্যেমে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলাম সাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবীর, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন দরিদ্র নারীকে বিনামূল্যে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।