বোদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে আজ মঙ্গলবার সকালে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। সেখানে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লুর, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নুনী গেপাল সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল প্রমুখ।