বোদায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ শনিবার সকাল (৫ জুলাই)সকাল ৯.৩০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মৃতীচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পুস্পস্তবক অর্পন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবীর,জামিউল হক প্রধান শিক্ষক বোদা পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।