ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় শিক্ষকের হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বিশেষ প্রতিবেদন : বোদায় সহকারি শিক্ষকের হাতে শিক্ষিকা লাঞ্চিতের ঘটনা ঘটেছে। নারী শিক্ষকের গালে চড় মারেছেন পুরুষ এক শিক্ষক। গত বৃহস্পতিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে । এ ঘটনায় চাউর হয়েছে উপজেলার সর্বত্র। খোজঁ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ে চাকুরী করেন মাহাবুব হোসেন ও পারভীন বেগম। চাকুরীর সুবাদে দুজনের মধ্যে সুসর্ম্পক হওয়ার কারনে আর্থিক লেনদেন করেন পারভীন বেগম। গত বৃহস্পতিবার স্কুল চলাকালে মাহাবুবের কাছে পাওনা টাকা চান পারভীন বেগম। এতে মাহাবুব কোনো টাকা নেননি বলে জানান। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীর সামনে তুমুল হট্রগোল হয় তাদেঁর। এক পর্যায়ে মাহাবুব ঔই শিক্ষাকার গালে চর মেরে বসেন। এসময় মাহাবুব ঔই শিক্ষিকাকে উদ্যেশ করে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকেন। ঘটনার পর এলাকার লোকজন জড়ো হন। এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্কুলে ছিলেন না। এলাকাবাসী ও অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা যদি এমন কান্ড করেন তাহলে শিক্ষার্থীরা কি শিখবে। তাঁরা আরো জানান, তাঁদের দুজনের চলাফেরা কথাবার্তা শিক্ষকের মত নয়। তাঁদের নিয়ে এলাকা ও প্রতিষ্ঠানে নানা রকম কথা হয়। এ ব্যাপারে সহকারী শিক্ষক মাহাবুব হোসেন বলেন, ব্যবহার খারাপ করা কারণে আমি উত্তেজিত ছিলাম সে কারনে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আমরা এটি মিমাংসা করে ফেলেছি। সহকারী শিক্ষক পারভীন বেগম জানান, আমার কাছে ২লা ৭৯ হাজার টাকা ধার নেন মাহাবুব। আজ দেবে কাল দেবে এমন করে মাসের পর মাস কাটান। এদিকে আমার স্বামী অসুস্থ। যে কারনে ঘটনার দিন আমি আমার পাওয়া টাকা চাইলে সে সময় তিনি টাকা নেননি বলে অস্বীকার করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটা হয়। এক পর্যায় তিনি আমাকে লাঞ্চিত করেন। তবে দুদিন স্কুল বন্ধ থাকায় সংশ্লিষ্ট দপ্তরে জানাতে পারিনি। তবে স্কুল খুললে আমি আমার প্রতিষ্ঠান প্রধানের কাছে অভিযোগ করবো। এখনও কোন মিমাংসা বা আলোচনা হয়নি এ বিষয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসগর আলী হারুন জানান,ঘটনার দিন আমি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট খেলার ফাইনাল হওয়ায় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। তবে মৌখিক ভাবে বিষয়টি শুনেছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমি রবিবার স্কুলে গিয়ে বিষয় শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মন্ডল জানান, এ বিষয়ে আমার কাছে কেউ কোন জানাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করবো।
রাশেদুজ্জামান বাবু বিশেষ প্রতিবেদন

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |