ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় শেখ রাসেল দিবস-২৩ এবং তার ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কর্মসূচীর আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবীর, রবিউল আলম সাবুল প্রধান শিক্ষক বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ, বোদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটনসহ
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সদনপত্র বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |