ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদায় সর্বজনীন পেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় সর্বজনীন পেনশন কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সোনালী ব্যাংকের বুথ স্থাপন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। এসময় বোদা পৌর মেয়র আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী বর্মন,ইউনিয়ন পরিষদ চেযারম্যান আব্দুল মোমিন, অখিল চন্দ্র ঘোষ শিষা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,সোনালী ব্যাংকের কর্মকর্তা,সরকারি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,স্থানিয় সুধী বৃন্দ পেনশন করতে আগ্রহীরা উপস্থিত ছিলেন। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিনের সর্ব প্রথম সুরক্ষা পেনশন স্কিমচালুর মধ্য দিয়ে বোদায় সর্বজনীন পেনশন কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ৯০জন আগ্রহী সর্বজনীন পেনশন স্কিমচালুর জন্য অনলাইনের মাধ্যমে তাদের ফরম পুরন করেন। উদ্বোধনী দিনেই সর্বজনীন পেনশন কার্যক্রমটি বোদায় বেশসারা ফেলেছে। শতশত সাধারণ মানুষ সর্বজনীন পেনশন সম্পর্কে জানতে উদ্বোধনী বুথে এসে খোঁজ-খবর নিতে দেখা গেছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |