বোদায় অবৈধভাবে রাস্তার গাছ কর্তন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় অবৈধ ভাবে রাস্তার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাড়েয়া ইউনিয়নের পাকাপাড়া রাস্তার গাছ অবৈধভাবে কর্তন করেছে পাকাপাড়া সমবায় সমিতির লোকজন। জানা যায়, মাড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে রাস্তার গাছ লাগানোর জন্য লিজ নিয়ে গাছ রোপন করে পাকাপাড়া সমবায় সমিতি। গাছগুলো বড় হলে ইউনিয়ন পরিষদের নীতিমালা উপেক্ষা করে গাছগুলো কর্তন করে বিক্রয় করা হচ্ছিল। বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করিম শামীমের দৃষ্টিগোচর হলে তিনি গাছগুলো জব্দ করেন। এ বিষয়ে তিনি জানান, ইউনিয়ন পরিষদ থেকে গাছ লাগোনোর অনুমতি দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে গাছ কর্তন করতে হবে এবং গাছ বিক্রির আংশিক টাকা নিয়ম অনুযাযী ইউনিয়ন পরিষদে জমা প্রদান করতে হবে এছাড়াও বন বিভাগের অনুমতি নিতে হবে। সমিতির সভাপতি ও সম্পাদন কোন নিয়মনীতি না মেনে গাছ কর্তন করার কারনে জব্দ করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। গাছ কর্তনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।