বোদায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ গতকাল শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক আজাহার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শফিউল আজম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা থানার ওসি (তদন্ত) মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অবনিশ চন্দ্র মুনি। এ সময় উপজেলার আনসার ভিডিপির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।