বোদায় জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত


বোদা(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “জানবে বিশ্ব জানবে দেশ,দুর্যোগ মোকাবেলায় প্রস্তত বাংলাদেশ” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বোদায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, বোদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি বোদা সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মানিক, মোঃ নজরুল ইসলাম সভাপতি বোদা প্রেস ক্লাব,মোঃ রবিউল ইসলাম বোদা ফায়ার সার্ভিস কর্মকর্তা, মোঃ মাহমুদুল হাসান বাবু বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারন , বিজন চন্দ্র,এবংবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ। র্যালী শেষে বোদা পাইলট স্কুল মাঠে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করে।#