বোদায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও মিনা মেলা


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় বোদায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও মিনা মেলা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির আয়োজনে উপজেলা বটমূল চত্তরে শতভাগ ভর্তি নিশ্চিত করণ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবু ইফসুফ ভূইয়া, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, সহকারী শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, হরিপদ সরকার, তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশবাল হোসেন, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী হারুন, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেআরা, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামন, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র নাথ বর্মন, নাসের মন্ডলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার পান্ডে প্রমুখ। এছাড়াও দিনটি উপলক্ষে একটি মেলা উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মেলার দশটি ইউনিয়ন ও পৌরসভার একটি ষ্টল অংশগ্রহন করে।