বোদায় ডাকাতের হামলার শিকার সাবেক বিজিবি সদস্য সহ ২ জন আহত নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট

বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তা ও গৃহকত্রীকে পিটিয়ে ও জক্ষম করে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। আহতদের বোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসি জানায়,শনিবার গভীর রাতে ৭ সদস্যের সশন্ত্র একটি ডাকাত দল ওই গ্রামের অবসর প্রাপ্ত বিজিবি’র হাবিলদার আবুল হোসেনের বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে গৃহকর্তা আবুল হোসেন ও তার স্ত্রী রেহেনা পারভিনকে রড দিয়ে পিটিয়ে আহত করে ঘরের মালামাল তছনজ করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩০ হাজার টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ডাকাতের পিটুনিতে আবুল হোসেন ও তার স্ত্রী রেহেনা পারভিন গুরুত্ব আহত হয়। ডাকাতরা ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ফেলে যায়। ডাকাতরা চলে যাবার পর গৃহকর্তা আবুল হোসেনের আত্মচিৎকারে এলাকাবাসিরা তাদের উদ্ধার করে বোদা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম গতকাল রবিবার আহতদের দেখতে বোদা হাসপাতালে যান। তিনি জানান,চুরির উদ্দেশ্যে একদল দুস্কৃতিকারী আবুল হোসেনের বাড়িতে হামলা করে। দুস্কৃতিকারীদের চিহিৃতকণর করা হচ্ছে,দ্রুত তাদের গ্রেফতার করা হবে।