বোদায় দুই পরিক্ষার্থী বহিস্কার


বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ-বোদা মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল লাবু ইসলাম নামের এক পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ গনিত পরিক্ষা চলা কালে অসৎ উপায় অবলম্বনের দায়ে তাকে বহিস্কার করা হয়। সে ২০১৮ সালে বোদা পাইলট স্কুল এন্ড কলেজ হতে উক্ত কেন্দ্রে পরিক্ষায় অংশ নেয়। অপর দিকে ময়দানদিঘী বিএল কেন্দ্রে আমলারহাট উচ্চ বিদ্যালয় আরেক পরিক্ষার্থী ইংরেজী ১ম পার্ট পরিক্ষা বহিস্কার করা হয়। বোদা উপজেলা নির্বার্হী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ২ জন পরিক্ষার্থী বহিস্কার করার বিষয়টি নিশ্চিত করেন