বোদায় পঞ্চগড় জেলা ভূমি জরিপ আমিন সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় পঞ্চগড় জেলা ভূমি জরিপ আমিন কল্যাণ সমবায় সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পঞ্চগড় জেলা ভূমি জরিপ আমিন কল্যাণ সমিতির উদ্যোগে প্রধান কার্যালয় বোদায় উক্ত ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর খাদেমুল ইসলাম, শ্রমিক লীগ বোদা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী, আমিন কল্যাণ সমবায় সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি হকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বোদা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সামিউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক হামিদার রহমান, আসাদুল্লাহ আসাদ সহ আমিন সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।