বোদায় পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বোরো আবাদে ফসলের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্চিং উৎসব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে পাইকারপাড়ায় উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার এলাকায় আবাদ করা বোরো ধানের ক্ষেতে শত শত কিষান-কিষানি বাঁশ ও গাছের খুঁটি পুঁতে উৎসব পালন করে। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল হক এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে এ সময়ে উপ¯ি’ত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা রাখিবুল ইসলাম, নিপুন চন্দ্র রায় সহ কিষান কিষানী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্চিং হচ্ছে ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ পুঁতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজে পাখি বসতে পারে। এতে ফসলের ক্ষতিকর পোকা খেতে পাখির সুবিধা হয়, সঙ্গে জৈবিকভাবে পোকা দমন হয়। ফলে বালাইনাশক ব্যবহার করতে হয় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। এভাবে জমিতে স্থাপন করা খুঁটি বা ধৈঞ্চার গাছ লাগিয়ে পাখির বসার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে পার্চিং। কৃষি কর্মকর্তা জানান, উপজেলার প্রায় ১২ হাজার হেক্টর জমিতে পার্চিং পদ্ধতির আওতায় আনা হবে ।