বোদায় পৌর তিতোপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা পৌর শহরে তিতোপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ এ উপলক্ষে তিতোপাড়ায় উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের খান আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরঁগাও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রশিদ, উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও বোদা পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ফজলে বারী সুজা,বোদা গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল,বোদা মহিলা মহাবিদ্যালয় এর অধক্ষ মোঃ আশরাফুল আলম লিটন। পরে প্রধান অতিথি তিতোপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। গ্রাম দুটিকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ লাইন নির্মাণ করে ৩৯ টি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে।