বোদায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত : ২৭ মামলা ও জরিমানা আদায়


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি প্রতিপাদ্যকে সামনে রেখে বোদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে লিফলেট বিতরণ সহ ড্রাইভার ও চালকদের সচেতনতা মূলক আহব্বান প্রচার করে পঞ্চগড় বিআরটিএ। এসময় বিআরটি’র একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনিবন্ধিত ও ফিটনেস ও হেলমেটবিহীন যানের বিরুদ্ধে ২৭টি ভ্রাম্যমান আদালত ও নিয়মিত মামলা এবং ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক বিআরটিএ পঞ্চগড় সার্কেল রেজোয়ান শাহ, ট্রাফিক ইন্সপেক্টর ট্রাফিক বিভাগ পঞ্চগড় কামরুল ইসলাম সহ পুলিশের একটি দল।