বোদায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত


আজকের রিপোর্ট ডেক্সঃ বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠান পাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে আজ শনিবার বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন। চক্ষু শিবির পরিচালনায় তিন ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তাও প্রদান করেন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন পাঠান পাড়া রাইডার্স এই চক্ষু শিবিরের আয়োজন করে। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই চিকিৎসা সেবা প্রদান করেন। এক হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সংগঠনের উদ্যোগে বিনামুল্যে রক্তদান, শীতবস্ত্র বিতরন ও মেধাবীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।