বোদায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় পৌরসদরের এশিয়ান হাইওয়ে সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে খলিল (৫৫) নামের বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। জানা যায়, নিহত খলিল পৌর সদরের অমর দাস গ্রামের কছির উদ্দীনের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত খলিল নির্মানাধীন ওই ভবনের নৈশ্য প্রহরী হিসেবে কর্মকরত ছিলেন। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধায় কর্মস্থলে গেলে সকালে ফিরে আসেনি। এদিকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে সাড়া শব্দ না পেয়ে ভবনের ছোট টিনের ঘরের ফাকে দেখতে পান খলিলের ঝুলন্ত দেহ। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম জানান, অস্বাভাবিক মুত্যুর খবর পেয়ে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। এটি হত্যা না আন্তহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে বলে জানান।
এদিকে নিহত খলিলের ঝুলন্ত দেহ মাটির সংস্পর্শে থাকায় জনমনে রহস্যের জন্ম নিয়েছে এটি হত্যা না আত্মহত্যা।