বোদায় ভ্রাম্যমান আদালতে দুইটি ফটোষ্ট্যাট দোকানে জরিমানা


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় ভ্রাম্যমান আদালতে দুইটি ফটোষ্ট্যাট দোকানে জরিমানা করা হয়েছে।গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট সৈয়দ মাহমুদ হাসান এর নেত্রেত্বে ভ্রাম্যমান আদালয় পরিচালিত হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় ফটোষ্ট্যাট দোকান চালু রাখার লামমীম ফটোষ্ট্যাট দোকানে পাঁচশত টাকা ও নিউ নাইস ফটোষ্ট্যাট দোকানে পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ফটোষ্ট্যাট দোকান দুইটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া প্রদান করেন।