বোদায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ঘোষনা


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “ শিক্ষা নিয়ে গড়বো দেশ- শেখ হাসিনার বাংলাদেশ” “ মান সম্মত শিক্ষা- শেখ হাসিনার দীক্ষা” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের বোদায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল ঘোষনা করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার মো: আবু ইউসুফ ভুঞাঁ-এর সভাপতিত্বে উপজেলা পর্যায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, সহকারি শিক্ষা অফিসার মোঃ সাহিনুর ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা, সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান বাবু,বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান রুবেল প্রমুখ।