বোদায় শেখ কামাল আন্তঃ স্কুল -মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী বর্মন,রবিউল আলম সাবুল প্রধান শিক্ষক বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ, জামিউল হক প্রধান শিক্ষক বোদা পাইলট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ,দৌড়,চাকতি নিক্ষেপ,দির্ঘলম্ফ সহ ২৪টি ইভেন্টে বালক-বালিকা দল পৃথক দুটি করে গ্রুপে অংশ গ্রহন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।