বোদায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৬ তম নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।


বোদা পঞ্চগড় প্রতিনিধি: আজ সোমবার সকাল ১১ টায় বোদা পৌরসভার মজুমদার কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক আলম টবি চেয়ারম্যান উপজেলা পরিষদ বোদা পঞ্চগড়, এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজা মেয়র বোদা পৌরসভা, রবিউল আলম সাবুল প্রধান শিক্ষক বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ, নূরনবী মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী,
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও শাখার ইনচার্জ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।