বোদায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে আজ শনিবার ( ০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সমবায়ী স্লোগান সহ র্যালিটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লুর, মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগ উপজেলা সমবায় অফিসার এ এফ এম জাকির হোসেন