ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বোদা উপজেলায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ স্বামী আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ স্বামীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গতকাল রাতে ঠাকুরগাঁও থেকে অভিযুক্ত আনিছুর রহমান (৩৫) কে আটক করা হয়। আটককৃত আনিছুর বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের মছির উদ্দীনের পুত্র। মৃত গৃহবধুর নাম মরিয়ম (২৫) সে একই ইউনিয়নের তেপুকুরিয়া হাজীপাড়া গ্রামের কিনার উদ্দীনে কন্যা। কন্যা সন্তানের জননী।

এজাহার সুত্রে জানা যায়, নিহত মরিয়মের সাথে আনিছুর রহমানের ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আনিছুর সহ তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে ১ লক্ষ টাকা যৌতুকের দাবীতে শারিরীক ও মানষিক নির্যাতন করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার আনিছুর তার স্ত্রীকে কৌশলে তেপুকুরিয়া বাজরস্থ নিজ দোকানে নিয়ে গিয়ে ইফতারের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় মরিয়মকে বোদা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ঠাকুরগাঁও হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মরিয়ম মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা কিনার উদ্দীন বাদী হয়ে নিহতের স্বামী আনিছুর রহমান সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করলে বোদা থানা পুলিশ অভিযান চালিয়ে আনিছুর রহমানকে আটক করে।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, নিহতের পিতা হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে মেয়েটির স্বামী আনিছুরকে আটক করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |