ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদা উপজেলা খাদ্য কর্মকর্তার সমসের আলী বিরুদ্ধে ঘুষ নিয়ে চালান পাশ করার অভিযোগ

রাশেদুজ্জামান বাবু, বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ-

বোদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমসের আলী যোগদানের পর হতে নানা রকম অনিয়ম করে চলছে। একের পর এক অনিয়ম করে টাকার পাহার বনে গেছে। চাকুরীর শেষ সময় এসে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারে অতিষ্ট হয়ে পরেছে মিল মালিক ওএমএস ডিলাররা। সম্প্রতি বোদা প্রেস ক্লাবে গিয়ে লাল্ডু মেম্বার নামে এক ডিলার মালিক জানান, এই কর্মকর্তা এ উপজেলায় আসার পর হতে বিভিন্নভাবে ডিলার ও মিল মালিকদের হয়রানী করছে। টাকা ছাড়া কোন খাদ্য বান্ধব কর্মসূচীর চালান কপিতে সই করেন না। প্রতি মাসে ডিও লেটার নিতে হলে তাকে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়। বর্তমানে বোদা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচী চলছে। প্রত্যেক কার্ডধারীদের চাল বিতরণের জন্য এ কর্মসূচিতে চাল উত্তোলণ হয় ১২০৭১ কেজি। উপজেলার ১০টি ইউনিয়নে ২০ জন ডিলার এ কর্মসূচীর চাল বিতরণ করছে। এতে প্রতি মাসে তাদের দিতে হয় ৪০ হাজার টাকা। আর যতবার চালান কপি নিতে হয় ততবারেই তাকে দুই হাজার টাকা ঘুষ দিতে হয়। কোন কোন সময় এর অধিক টাকাও দিতে হয়। তবে এ কাজে তাকে সহায়তা করেন। বোদা এলএসএসডিতে মাষ্টার (ঝাড়–দার) রোলে চাকুরী করা আব্দুস সোবহান। চাকুরী অন্য খানে হলেও রীতিমত অফিসারের ন্যায় চেয়ার টেবিল নিয়ে বসে অফিসার সমসের আলীর সামনে। দেখে বুঝে উপায় নেই,কে কর্মকর্তা,কর্মচারী আর ঝাড়–দার। তাকেও মাসোয়ারা না দিলে অফিসের কোন কাজকর্ম যেন ডিসপাশ হয়না। সঠিক কাগজপত্রে না রকমের ঝামেলা তৈরি করে টাকা আদায় করা তার কাজ। আর তার এ কাজে উৎসাহ দিয়ে চলছেন সয়ং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। সরেজমিনে দেখা যায়,অফিসে অন্য কর্মচারীরা থাকলেও সমসের আলীর কাছে তাদের কদর নেই। শুধু মাত্র কর্মচারীরা অফিসে চেয়ার টেবিলে বসে গল্প আর ফ্যানের হাওয়া খেয়ে চলে যাবে আর মাসের পর মাস বেতনভাতা তুলবে। এক প্রকার বলা যেতে পারে তাদের যে সকল কাজকর্ম সবকিছুর যেন আব্দুস সোবহান বুঝেন। গত বছর আব্দুস সোবহানকে নিয়ে বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকায় সংবাদ বের হলেও তার বিরুদ্ধে কতৃপক্ষ কোন প্রদক্ষেপ নেন নাই। উপরোন্ত তাকে জামাই আদরে বসে রেখে কাজ কর্ম সারছেন সমসের আলী। সম্প্রতি খাদ্য অধিদপ্তর কতৃক এক প্রজ্ঞাপনে প্রত্যেক উপজেলায় মাষ্টাররোলে দৈনিক হাজিরা ভিত্তিক এক নিয়োগ দিতে উপজেলা খাদ্য অফিসে চিঠি আসে। সে মোতাবেক গোপনে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে মোটা অংকের টাকা নিয়ে তার নামটি খাদ্য অধিদপ্তরে পাঠানো হয় বলে অভিযোগ উঠে। উপরোক্ত বিষয়ে সমসের আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি সকল বিষয় অস্বীকার করে বলেন। বাইরে অনেকে অনেক কিছু বলতে পারে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |