বোদা উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর অমিয় আলম অমি কে সভাপতি ও আকতারুজ্জামান রম্যকে সাধারণ সম্পাদক ঘোষনা করে উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়নি। দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা করা হয়।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার বলেন, আগেই অমিয় আলম অমিকে বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আকতারুজ্জামান রম্যকে সাধারণ সম্পাদক ঘোষনা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আজ ৭১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে দীর্ঘ প্রতিক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে জানান, পূর্নাঙ্গ কমিটি না থাকায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমের গতি কমে গিয়েছিল যা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হওয়ায় পুনরায় ফিরে আসবে।