বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন


বোদা পঞ্চগড় প্রতিনিধি: শহীদ গণহত্যা দিবস উপলক্ষে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শাহাদত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিরা একত্রে এই মোমবাতি প্রজ্বলন করে এই শ্রদ্ধা নিবেদন করেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলী,বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায়,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন,বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলাম সাবুল,বোদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা। সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।