বোদা পাথরাজ কলেজ জামে মসজিদ এর ভিত্তিপ্রস্থ স্থাপন উদ্বোধন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ বোদা পাথরাজ কলেজ জামে মসজিদ এর ভিত্তিপ্রস্থ স্থাপন উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এ উপলক্ষে বোদা পাথরাজ কলেজ মাঠে উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্থ স্থাপন উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বোদা পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, বোদা গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, পাথরাজ মহাবিদ্যালয় এর উপাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,মোঃ ফিরোজ আলম চৌধুরী, বোদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোঃ আলহাজ¦ সোলায়মান আলী, বোদা পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক ।