বোদা পৌররসভার টিসিবি পন্য বিতরণের অনিয়ম, সমঝোতা না হওয়ায় কক্ষে তাঁলা


রাশেদুজ্জামান বাবু, বোদা (পঞ্চগড়) প্রতিবেদক :- পঞ্চগড়ের বোদা পৌরসভায় টিসিবি পন্য বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া তালিকার নামে বেচে যাওয়া পন্য নিয়ে মেয়র ও কাউন্সিলদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ পর্যায়ে টিসিবির কক্ষে তাঁলা ঝুলিয়ে দেন এক কাউন্সিলর। এ নিয়ে পৌরসভার সন্মেলন কক্ষে দফায় দফায় বৈঠক বসে। দীর্ঘক্ষন আলোচনা করেও মেয়র ও কাউন্সিলরদের সমঝোতা হয়নি বলে অনেক কাউন্সিলর জানান। খোঁজ নিয়ে জানা যায়, বোদা পৌরসভায় কাগজে কলমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১৮৫৫ জনের তালিকা থাকলেও বাস্ত বচিত্র ভিন্ন। প্রায় আড়াইশ তালিকা ভুয়া করে রাখা হয়েছে। দুই আড়াইশ তালিকায় যাদের নাম রয়েছে তাঁরা আজও জানেননা তাদের নামে কার্ড হয়েছে। অথচ মাসের পর মাস ধরে ভুয়া এই তালিকার সুবিধা নিচ্ছেন পৌরসভার মেয়র কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে সরকার যে মহৎ উদ্যেশ নিয়ে এই সুবিধা দিয়ে আসছেন তাঁর সূফল জনগন পাচ্ছেননা বলে অভিযোগ সুবিধা বঞ্চিতদের। বিকাল হতে সন্ধ্যা সাড়ে ৮ টা পর্যন্ত অনেক কার্ডধারীদের পৌরসভা চত্বরে অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু ঠিকাদারের কোন লোক সেখানে পাওয়া যায়নি। কার্ড ধারীরা না পেয়ে হইহুলো করতে দেখা যায়। অথচ সে সময় পৌরসভায় প্রায় ৩শ জনের মাল মজুদ থাকে। সে সময় মালের জন্য প্রায় শতাধিক কার্ডধারী অপেক্ষা করেন। দীর্ঘক্ষন অপেক্ষার পরে অবশেষে মাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেন। বোদা পৌরসভার ঝিনুকনগর এলাকার ১০৪৭ নং কার্ড ধারী নুর আলম সহ অনেকে টিসিবির পন্যর জন্য অপেক্ষা করতে দেখা যায়। অবশেষে না পেয়ে ফিরে আসেন। তিনি জানান, আমার কার্ড আছে মাল নিলামনা অথচ মালও পেলাম না। তাহলে আমার মাল গেলো কোথায়?। নূর আলম মত প্রায় ৫০ জন কার্ড ধারীর অভিযোগ এমন। বোদা ইসলামবাগ এলাকার রাজিয়া সুলতানা জানান, যাদের বিল্ডিং বাড়ি, গাড়ি আছে, সরকারী কর্মকর্তা তাঁদেরও তালিকা রয়েছে। অথচ আমাদের কিছু নেই আমাদের কার্ডও নেই। আজ (১৩ এপ্রিল) সকাল হতে রমজানে দ্বিতীয় বারের মত বোদা পৌরসভা চত্বরে টিসিবি বিতরণ কার্যক্রম শুরু করেন। দিন শেষে ঠিকাদারী প্রতিষ্ঠান মায়ের দোয়া ট্রেডাস অবশিষ্ট থাকা মাল জনগনের মাঝে দিতে চাইলে পৌর কতৃপক্ষ আপত্তি জানান। উপায় না পেয়ে ঠিকাদার রেজাউল ইসলাম পৌর কতৃপক্ষকে দিয়ে দেন। ঠিকাদারী প্রতিষ্ঠান চলে যাওয়ার পরে ভাগ বাটোয়ারার জন্য মেয়র আজাহার আলীর সাথে বসেন কাউন্সিলরবৃন্দ। বোদা পৌরসভার ৯নং ওর্য়াড কাউন্সিলর শাহজাহান আলম সিরাজ জানান, বেচেঁ যাওয়া মাল আমরা জনগনের মাঝে দিতে চাইলে, মেয়র একাই দিতে চান। যে কারণে আমরা (কাউন্সিলর) ঘরে (মালমজুদ) তাঁলা ঝুলিয়ে দেই। শাহাজাহান আলম সিরাজ জানান, মেয়রের সাথে কাউন্সিলদের সমস্বয়হীন আছে। সে কারনে এমনটা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানমায়ের দোয়া ট্রেডাস স্বত্ত্বাধিকারী মো. রেজাউল ইসলাম জানান,বেচে যাওয়া প্রায় ২শ মাল আমি জনগনকে দিতে পারি নাই কতৃপক্ষের চাপের কারণে। ফলে মাল তাঁদের দিয়ে আসতেহয়। বোদা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ জানান, রেলমন্ত্রী মহোদ্বয়ের একটি প্রোগ্রাম আমার অফিসে হওয়ায় আমি সেখানে থাকতে পারি নাই। তবে আমার লোক সেখানে ছিল। বিকাল ৫ টাপর্যন্ত কোন অনিয়মের খবর পাই নাই। সাবেক মেয়র এ্যাডভোকেট মো.ওয়াহিদুজ্জামান সুজা জানান, আমার ভুল হতে পারে নতুন মেয়র সে গুলো বাতিল করবে। আমার সময়ে তো কেউ এরকম কোন অভিযোগ করেনি। নতুন মেয়র আলহাজ্ব মো.আজাহার আলী জানান, আগে থেকেই এমন তালিকা ছিল। সে মোতাবেক টিসিবি প্রদান করা হচ্ছে। এর মধ্যে অনেকে আসেনি বা কার্ড হারিয়েছেন সে গুলো বেচে গেছে। আর বেচে যাওয়া মাল গুলো আমি কাউন্সিলরদের মাঝে ভাগ করে দিতে চেয়েছি কিন্তু এর মধ্যে শাহজাহান কাউন্সিলর গুদামে তালা ঝুলিয়ে দেয। সে কারণে আর মাল কাউকে দেওয়া যায়নি বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহিৃ শিখা আশা জানান, অনিয়মের অভিযোগ আমিও জেনেছি। এরপরে আর পৌরসভায় কোন টিসিবি বিতরণ করা হবেনা।