বোদা পৌর সদর সাতখামারে হাসকিং মিলে ডাকাতি ১১৬ বস্তা চাউল লুট


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে মফি হাসকিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের গোডাউনের তালা ভেঙ্গে পাহারাদার কে মারপিট করে বেধে রেখে ১১৬ বস্তা চাউল লুট করেছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। আহত পাহারাদার কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ একখও কোন ক্লু খুজে পাইনি। মিল মালিক সফিউল আলম মানিক জানান,বুধবার গভীর রাতে বোদা পৌর সদর সংলগ্ন,আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মফি হাসকিং মিলে ট্রাক যোগে একদল ডাকাত মিলের ভিতর প্রবেশ করে পাহারাদার শাহা আলম কে মারপিট করে হাত-পা বেঁধে মিলের একটি কক্ষে আটকে রাখে। ডাকাত দল মিলের গুদামের দরজার তালা ভেঙ্গে ১১৬ বস্তা চাউল ট্রাকে ভর্তি করে লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা ৪ বস্তা চাউল মিলের বাইরে ফেলে পালিয়ে যায়। সকালে এলাকাবাসিরা রাস্তার উপর চাউল পরে থাকতে দেখে মিল মালিক কে খবর দেন। মিল মালিক আহত শাহা আলম কে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,মফি হাসকিং মিলে চুরির ঘটনা ঘটেছে। মামলা গ্রহন করে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।