ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বোদা রিপোর্টার্স ক্লাবে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন রেলপথ মন্ত্রীর সহধর্মীনি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা রিপোর্টার্স ক্লাবে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এর সহধর্মীনি শাম্মি আক্তার মনি। তিনি গতকাল বিকেলে বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল ও সম্পাদক মাহমুদুল হাসান বাবুর কাছে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ (লাবন্য), বোদা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, বোদা রিপোর্টার্স ক্লাবের সদস্য আব্দুল্লাহ আল মামুন, নাইম হোসেন প্রমুখ।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, দেশকে এগিয়ে নিতে এবং দূর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। বোদা রিপোর্টার্স ক্লাব করোনা কালীন সময় থেকে গরীব ও অসহায় মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে আসছে, তা অত্যন্ত প্রসংসনিয়। আগামীতেও এই জরুরী সেবা অব্যহত রাখার আহব্বান জানান।
উল্লেখ্য, করোনা কালীন সময় থেকেই বোদা রিপোর্টার্স ক্লাব করোনা ও জরুরী পরিস্থিতিতে রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে আসছে।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |