বোদা হানাদার মুক্ত দিবস উদযাপন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১ লা ডিসেম্বর পঞ্চগড়ের বোদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বোদা হানাদার মুক্ত দিবস’ উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে ১ লা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে বোদাকে মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে আজ বৃহস্পতিবার সকালে বোদা একুশ স্মৃতি পাঠাগারে উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শীলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, বোদা সরকারি পাথরাজ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক প্রবীর চন্দ নয়ন, বিকাশ অধিকারী ও একুশ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক আবু নাসের মোঃ শহিদুল্লাহ রাসেল, মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক লিয়াজ উদ্দিন মানিক । এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথৃী, শিক্ষক, সাংবাদিক, বোদা একুশ স্মৃতি পাঠাগারের সকল সদস্যসহ উপস্থিত ছিলেন। দুপুরে বোদা উপজেলা চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ এর উপর কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।