বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল


এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯ এপ্রিল (বুধবার) বোরহানউদ্দিন পাবলিক লাইব্রেরীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের শিক্ষক এএইচএম মোস্তফা কামাল।
বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়নের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি রনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক এএসটি আক্তার হোসেন সাকিল,ও হাসান ফরাজি, সদস্য মিজানুর রহমান, টিপু মজুমদার, ররিউল প্রমুখ।
পরে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে উপস্থিত সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ ইফতারে অংশ নেন কয়েকজন পথচারী ।