ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোরো ধান কাটা-মাড়াইয়ে দম ফেলানোর ফুরসত নেই শ্রমিক সংকটে বিপাকে চাষীরা।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে পুরোদমে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ। ধান কাটা-মাড়াই একযোগে শুরু হওয়ায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় এই উপজেলায় ধান-কাটা মেশিন কম থাকায় অতিরিক্ত মূল্যেও মেলছে না মেশিন ভাড়া।
ধান চাষিরা বলছেন এক একর (১০০শতক) জমি ধান কাটা-মাড়া করতে ১২ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছেনা,সাত হাজার টাকায় মেশিন দিয়ে এক একর জমির ধান কাটা-মাড়াই হলেও,প্রয়োজনের তুলনায় মেশিন কম থাকায় ১০ হাজার টাকা দিয়েও সেই মেশিন মিলছেনা।
উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছেন,চলতি মৌসুমে ১৪ হাজার ১৮১ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন আশা করছেন।
কৃষকরা বলছেন এই মৌসুমে কাল বৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রকার প্রকৃতিক দুর্যোগ হয়, সময় মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে বড় রকমের ক্ষতির আশংকা করছেন তারা,একারনে সবাই তড়িঘড়ি করে এক যোগে ধান কাটা মাড়াই করতে ব্যাস্ত সময় পারকরছেন, ফলে বোরো মৌসুমে তিব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে।
উপজেলার খয়েরবাড়ী গ্রামের শাহিনুর ইসলাম জানান, এক একর জমির ধান কাটা মাড়ার জন্য ১০ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছেনা, এদিকে কয়েক দিন চেষ্টা করেও একটি মেশিও ভাড়া করতে পারেনি, একই অবস্থা অনান্য কৃষকদেরও।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন ধান কাটা-মাড়াইয়ের জন্য উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভুর্তুকিতে ৯টি ধান কাটা-মাড়ার মেশিন কৃষক পর্যায়ে বিতরণ করা হয়েছে,এই প্রকল্প অব্যহত রয়েছে । চাইলে যে কেউ আবেদনের প্রেক্ষিতে এই যন্ত্র নিতে পারেন বলেও তিনি জানান।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |