ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন সতেরো বছর বয়সি ভিনিসিয়াস!

স্পোর্টস ডেক্স : রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা হিসেবে অনেকেই ভিনিসিয়াস জুনিয়রকে দেখতে পাচ্ছেন। কারণ তার মধ্যে যে সেই সম্ভাবনা আছে। তার কিন্তু বয়স মাত্র ১৭। অথচ এরই মধ্যেই রপ্ত করেছেন ফুটবলের অবিশ্বাস্য সব স্কিল। আর ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদের এই তারকা সুযোগ পেলেই রিয়াল মাদ্রিদকে প্রশংসায় ভাসাচ্ছেন। এবারো হলো না তার ব্যতিক্রম। জানিয়ে দিলেন চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদেরই সাপোর্টার তিনি।ব্রাজিলের গ্লোবোস্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে ভিনিসিয়াস বলেন, আমিনেইমারের প্রশংসা করি। সে আমাকে অনেক উপদেশ দেয়। কিন্তু আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদেরই সাপোর্ট করব।কিছুদিন আগেই ফ্লামেঙ্গোর হয়ে শিরোপা জিতেছেন ভিনিসিয়াস। ফাইনালে দারুণ এক গোলও করেছেন তিনি। এই প্রসঙ্গে ভিনিসিয়াস বলেন, আমার বয়স যখন ১০ বছর, তখন থেকেই আমি এই স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন এবার সত্যি হয়েছে।এদিকে সামনেই বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের জন্য ব্রাজিল এখন দল গুছিয়ে নিচ্ছে। সেখানে কি ভিনিসিয়াসকে দেখা যাবে?ভিনিসিয়াস বলেন, আমি বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখি এবং আমি আমার সেরাটা দিতে চাই। কিছুদিন আগে রোনালদিনহোর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, সব সময়ই বিশ্বকাপে কিছু তরুণ তারকা সুযোগ পেয়ে থাকে অভিজ্ঞতা অর্জনের জন্য। তাই টিটের কাছ থেক একটা কল পেতেই পারি।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |