ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলাকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুর্নীতির দায়ে ১২ বছরের সাজাভোগ শুরু করতে তাকে স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল ৫টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তিনি সমুদ্র তীরে তার একটি অ্যাপার্টমেন্টের সৌন্দর্য বাড়ানোর কাজে ব্যয় করেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে ১২ বছরের কারাদ- দেওয়া হয়। লুলার দাবি, এ অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি যেন প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন তা নিশ্চিত করতে এমন রূপরেখা তৈরি করা হয়েছে। জনমত জরিপগুলো অনুযায়ী নির্বাচনি দৌড়ে এগিয়ে ছিলেন লুলা। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করা পর্যন্ত তাকে গ্রেফতার না করার জন্য আবেদন জানিয়েছিলেন ব্রাজিরের এ সাবেক প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট সে আবেদন খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।পরে এক আদেশে ফেডারেল বিচারপতি সেরজিও মোরো বলেন, গতকাল শুক্রবার বিকাল ৫টার আগেই ৭২ বছর বয়সী লুলাকে কুরিতিবা শহরে ফেডারেল পুলিশ সদর দফতরে আত্মসমর্পণ করতে হবে। মোরো জানান, লুলার জন্য আগে থেকেই একটি বিশেষ সেল প্রস্তুত রাখা হয়েছে। অন্য বন্দিদের কাছ থেকে আলাদা রাখা হবে। এদিকে লুলাকে কারাগারে পাঠাতে সুপ্রিমকোর্টের আদেশের পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। লুলার সমর্থকদের দাবি তাদের নেতার শাসনামলে হাজার হাজার মানুষের দারিদ্র্য দূর করতে এই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হয়েছে।নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। ব্রাজিলের জনপ্রিয়তম রাজনীতিবিদদের একজন লুলা দি সিলভা। দুর্নীতির অভিযোগ ওঠার পরেও তাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লুলাকে বিশ্বের জনপ্রিয়তম রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছিলেন। ব্রাজিলের বামপন্থীরা লুলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে মার্কিন ষড়যন্ত্র হিসেবেও দেখে থাকেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |